ঢাকা ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
প্রতি বছর ১৯ জুলাই শহীদ সাংবাদিক তুরাব দিবস পালনের আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের নিয়ে দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে গণতন্ত্রেন জন্য জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ সিলেটের সাংবাদিক তুরাব। তার স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে দেশের জন্য তাঁর এই আত্মত্যাগ স্মারণ করে রাখার জন্য সিলেটের সকল সাংবাদিকদের ঐক্যব্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন, শহীদ সাংবাদিক এটিম তুরাব সহ জুলাই আন্দোলনে শহীদের হত্যাকারীদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
শনিবার রাতে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেটের সাংবাদিকদের নিয়ে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদত বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নুর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সুহেল, ইমজার সভাপতি আশরাফুল কবির, দৈনিক সংগ্রাম’র ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সমকাল’র ব্যুরো প্রধান ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাভেল, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, দৈনিক সিলেটের ডাকের স্পোর্টস রিপোর্টার বদরুদ্দোজা বদর, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফারুক আহমদ, শফিকুর রহমান চৌধুরী, ডেইলী স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক জালালাবাদ পত্রিকার প্রধান প্রতিবেদক আহবাব মোস্তফা খান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াবুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন, ফটো সাংবাদিক নুরুল ইসলাম, দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক আজমল আলী, মালটিমিডিয়ার জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র আহবায়ক মাসুদ আহমদ রনি, দৈনিক বাংলা বাজার পত্রিকার সিলেট প্রতিনিধি তাইজুল ইসলাম তাজুল, ভয়েস অব সিলেটের রির্পোটার শামীম আহমদ।
এছাড়াও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সাল, জেলা কৃষকদল সভাপতি সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা শ্রমিকদল নেতা আলী আহমদ আলী, ময়নুল ইসলাম, অপু চৌধুরী, সানুর আহমদ, জেলা ছাত্রদল নেতা আফজল হোসেন এসিড নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুরেজ আব্দুলাহ গুলজার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেদুওয়ান আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host