ঢাকা ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ জেলা কারাগারে থাকা এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে ফজলু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে কারা পুলিশ। শনিবার বিকেলে দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকেই জেলা কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।
এদিকে আটক ফজলু মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের সাজা ও ১শ টাকা জরিমানা করা হয়। সে শহরের মোহনপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র। সাজা দেয়ার পরপরই তাকেও কারাগারে প্রেরণ করা হয়।
হবিগঞ্জের জেল সুপার মোঃ মুজিবুর রহমান বলেন- ফজলু মিয়া নামে এক যুবক কারাগারে থাকা তার এক বন্ধুর সাথে দেখা করতে যায়। সাক্ষাতের কোনো এক ফাঁকে ফজলু তার বন্ধুকে গাঁজা সরবরাহ করতে চেয়েছিল। বিষয়টি সিসি ক্যামেরায় দেখতে পেয়ে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় তার প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। জেল সুপার বলেন, তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host