ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আবদুল্লাহ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল লোহার গ্রিল ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ১৬ লাখ টাকা নগদ ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, “ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে ফেলে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host