জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সংবর্ধিত

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সংবর্ধিত

ওসমানীনগর প্রতিনিধি
শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নে অবদান রাখায় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের আহমদনগরে প্রতিষ্ঠিত জয়বুন নেছা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে তার আন্তরিক প্রচেষ্টা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনার আয়োজন করা হয়।
নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত জয়বুন নেছা গার্লস স্কুলের আয়োজনে সহধর্মীণী নীলিমা ইসলামের নামে প্রতিষ্ঠিত নীলিমা ইসলাম গনপাঠাগারে মঙ্গলবার এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলেন, জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, তার পুত্র যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জনিয়ার নাজমুল ইসলাম ও ব্যারিস্টার নিয়ামতুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। সহকারি শিক্ষক সাদিয়া আফরিন নীলা ও বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদ্দিকা বেগমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, কবি ও লেখক দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিপ্লব কুমার দাশ তালুকদার, সাদিয়া আফরিন কলি, আহমদ নগর ওয়াজেদ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা বেগম, সমাজ সেবী ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা মানবতার সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সেই বিশ্বাসকে বুকে লালন করে, আজীবন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে নিরলসভাবে প্রত্যান্ত অঞ্চলের শিক্ষা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছেন মোঃ নুরুল ইসলাম। তার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে অসংখ্য দরিদ্র পরিবারের সন্তানরাও শিক্ষার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি শেষ বয়সেও দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন। এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে মোঃ নুরুল ইসলামের পরিবারের অবদান প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তারা।
পরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কমানা এবং শিক্ষানুরাগী মোঃ নুরুল ইসলামের পরিবারসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর