৩২ ও ৩৪ নং ওয়ার্ড খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

৩২ ও ৩৪ নং ওয়ার্ড খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহাগনীর ৩২ ও ৩৪ নং ওয়ার্ড শাখার সদস্য সংগ্রহ ও দাওয়াতি মাহফিল গত ২১ জুলাই রোববার বাদ মাগরিব নগরের পশ্চিম ভাটপাড়া জামেয়া আনওয়ারে মদিনা মাদরাসায় অনুষ্টিত হয়।
এতে বক্তারা বলেন, জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পুরোপুরি সফলতা পেতে হলে ইসলামী খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্ল নেই। একমাত্র খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম জোরদার করার আহবান জানান। এসময় নতেৃবৃন্দ উত্তরায় বিমান দূর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আহত ও নিহতদের পরিবার-পরিচনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩২নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাওলানা মুহসিনুল হাসান, সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল কাইয়ূম, সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
৩২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা রুম্মান আহমদ সুহেল এর উপস্থাপনায় অন্যান্যোর মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৩২ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মুহাম্মদ আবুল কালাম, ৩৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আবদুল গফুর, সহ-সভাপতি মাওলানা আবদুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুর রহমান শাহিন, মাওলানা শাহিনুর পাশা মাহমুদী, খেলাফত ছাত্র মজলিস সিলেট মহনগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ মুশফিকুর রহমান মাহদি, মোঃ নানু মিয়া, বসির আহমদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দের উপস্থিতিতে মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ কে সভাপতি ও মাওলানা রুম্মান আহমদ সুহেল কে সাধারণ সম্পাদক করে ৩২নং ওয়ার্ড এবং মাওলানা আবদুল গফুর-কে সভাপতি ও মাওলানা শাহিদুর রহমান শাহিন-কে সাধারণ সম্পাদক করে ৩৪ নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি পূণর্গঠন করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর