ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে অপহৃত কন্যা শিশু প্রমিকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ২৪ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ বন্দর এলাকা থেকে অপহৃত শিশু প্রমি চৌধুরীকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণকারী সাহিল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়।
সাহিল শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের শিমুল মিয়ার ছেলে। শুক্রবারই তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শিশুটির পরিবার শায়েস্তাগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছে শায়েস্তাগঞ্জ থানাপুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host