ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ধাক্কায় এনায়েতুর রহমান (৩১) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মাধবপুর থানার এসআই আতাউর রহমান জানান- মোটরসাইকেল চালক এনায়েতুর রহমান হবিগঞ্জ থেকে ফেরার পথে বেজুড়া এলাকায় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এনায়েতুর রহমান মারা যান।
এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহত এনায়েতুর ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করত বলে জানা গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host