হাওলাদারপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

হাওলাদারপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর হাওলাদারপাড়ার রনি দে’র স্ত্রী দেবার্চনা তালুকদার বৃষ্টি (৩২)। রবিবার (২৭ জুলাই রাতে বাসায় তার মরদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়।
জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে হাওলাদারপাড়ায় নিজ বাসায় দেবার্চনার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদশন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর