ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের পাথর কোয়ারি খুলে জনগণের প্রত্যাশা পূরণ করুন, খনিজ সম্পদ পাথর ও গ্যাস এ এলাকার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। সুতরাং এ নেয়ামত থেকে তাদের বঞ্চিত না করে তাদের প্রত্যাশা পূরণ করুন। আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য আহবান করেন। তিনি আরও বলেন সিলেট-৪ আসন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার মানুষ সব সময় অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত, তাই আমি নির্বাচিত হলে এ অঞ্চলের ভাগ্যন্নোয়নের জন্য কাজ করবো (ইনশাআল্লাহ)।
সিলেটের কোম্পানীগঞ্জে খেলাফত মজলিস তেলিখাল ইউনিয়ন শাখার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৭ জুলাই) উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল বাজারে বিকাল ৫ ঘটিকায় উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাসুম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমানের যৌথ সঞ্চালনায় থানা শাখা যুব মজলিসের সেক্রেটারী জাহিদুল হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে তেলিখাল ইউনিয়ন শাখার এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করে সিলেট ৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস।
বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিল্লাল আহমদ চৌধুরী,কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুম আহমদ,সহ সভাপতি মাওলানা ইমাম উদ্দিন,গোয়াইনঘাট থানার খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুশতাক আহমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ সিরাজুল ইসলাম,বায়তুল মাল সম্পাদক মাওলানা আশিকুর রহমান,প্রচার সম্পাদক মাওলানা খায়রুল বাশার,যুব বিষয়ক সম্পাদক মাওলানা শামীম আহমদ সিরাজী এবং ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ। মুফতি আলী হাসান উসামা সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host