দিরাইয়ে নয় ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

দিরাইয়ে নয় ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

রায়হান, দিরাই
সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ৯টায় উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের ফেইসবুক আইডি থেকে আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়। আহবায়ক ও যুগ্ম আহবায়কসহ ১১সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১নং রফিনগর ইউনিয়নে আহবায়ক আতাউর রহমান এবং যুগ্ম আহবায়ক জমিরুল ইসলাম। ২নং ভাটিপাড়া ইউনিয়নে আহবায়ক গোলাম শাহিদ এবং যুগ্ম আহবায়ক নবাব তালুকদার। ৩নংরাজানগরে আহ্বায়ক কালা মিয়া গোলাম সারোয়ার এবং যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন। ৪নং চরনারচরে আসাদুর রহমান খান এবং যুগ্ম আহবায়ক আতাউর রহমান। ৫ নং সরমঙ্গল ইউনিয়নে আহবায়ক আবুল কালাম এবং যুগ্ম আহবায়ক ওয়াহিদ আলী। ৬ নং করিমপুর আহবায়ক জুবের সর্দার দিগন্ত এবং যুগ্ম আহবায়ক জুয়েল আহম্মদ। ৭নং জগদলে আহবায়ক সমুজ মিয়া এবং যুগ্ম আহবায়ক নুরুল হক। ৮নং তাড়ল ইউনিয়নে আহবায়ক আনাসুর রহমান আনাস এবং যুগ্ম আহবায়ক মোশাহিদ মিয়া চৌধুরী। ৯নং কুলঞ্জ ইউনিয়নে আহবায়ক আঃমতিন চৌধুরী এবং যুগ্ম আহবায়ক শিহাব আহমদকে মনোনিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর