ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
চতুর্থ দিনের মতো সিলেট সিটি কর্পোরেশন এলাকায় গ্রাহকদের কাছে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবত বকেয়া বিল আদায়ে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর জিন্দাবাজার ও সচিব মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে নগরীর ৭নং ওয়ার্ড এলাকায় দিনভর অভিযান চালানো হয়। পৃথক অভিযানে এসময় প্রায় ২লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়। এনিয়ে গত ৪ দিনে প্রায় ২৮ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।
গত ২ জানুয়ারি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বকেয়া ১’শ কোটি টাকা আদায়ে অভিযান শুরু করা হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ দিন থেকে পাহাড়সম শত কোটি টাকা বিল খেলাপিদের বিরুদ্ধে বার বার নোটিশ, মালক্রোকের আদেশ প্রদান করা সত্বেও বিল পরিশোধ না করায় বকেয়া বিল আদায়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২ জানিুয়ারি বিল আদায়ের লক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গঠন করেন তিনটি টিম।
অভিযানে সিসিকের হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, এসেসর চন্দন দাশ,লাইসেন্স কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ট্যাক্সেশন অফিসার আফতাব উদ্দিন, লাইসেন্স পরিদর্শক রুবেল আহমদ নান্নু সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host