ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামজুড়ে এখন শোকের ছায়া। পুকুরের পানিতে ডুবে এই গ্রামেরই ইয়ামিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ইয়ামিন রমজান মিয়ার ছেলে। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল ইয়ামিন। এক পর্যায়ে সে সকলের অগোচরে পুকুরে পানিতে পড়ে তালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে স্থানীয়রা। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host