জমি সংক্রান্ত বিরোধের জেরে চুনারুঘাটে খুন

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

জমি সংক্রান্ত বিরোধের জেরে চুনারুঘাটে খুন

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যাক্তিকে খুন করা হয়েছে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার পুত্র। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার ( ২৭ জুলাই) সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের আক্তার মিয়া ও আলাউদ্দিন মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আক্তার মিয়াসহ তাদের লোকজন উত্তেজিত হয়ে আলাউদ্দিনের উপর হামলা চালান।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নুর আলম জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে আমরা মাঠে অভিযান চালাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর