বিশ্বনাথে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

বিশ্বনাথে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ৯৯৯ নাম্বারে অভিযোগ পেয়ে নেশাগ্রস্ত অবস্থায় রুবেল মিয়া (২৬) নামে এক যুবককে আটকের পর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রুবেল ওই গ্রামের মাদক কারবারি সোহেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সোহেল মিয়া ও তাঁর স্ত্রী (রুবেলের সৎ মা) মাদক কারবারের সাথে জড়িত। রবিবার রাতে ৯৯৯ নাম্বারে অভিযোগ পেয়ে বিশ্বনাথ থানার একদল পুলিশসহ তাদের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। উপস্থিতি টের পেয়ে সোহেল ও তাঁর স্ত্রী পালিয়ে গেলেও মাদকসেবন করে নেশাগ্রস্ত থাকা রুবেল মিয়াকে মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ আটক করে পুলিশ। পরে আদালত বসিয়ে দেয়া হয় কারাদন্ড ও করা হয় জরিমানা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুসারে মাদক সেবন করে সাধারণ মানুষের বিরক্তি সৃষ্টি করায় রুবেল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়’।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর