ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫
আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুইপক্ষের প্রায় চার ঘণ্টারও বেশী সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা থেকে মধ্যরাত প্রায় বারোটা পর্যন্ত পৌরসদর বাজারে এই সংঘর্ষের ঘঠণা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গনে এক আসামীর জামিনের বিষয় নিয়ে পৌরসভার নগর গ্রামের বাসিন্দা রশিদ মিয়ার পুত্র ও সাবেক কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলামের সাথে পৌরসভার আজিমনগর গ্রামের কুতুব মিয়ার পুত্র যুবদল নেতা মারুফ আহমদের বাক বিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার এক পর্যায়ে মারুফকে মারধর করে ফখরুল। এই বিষয় নিয়ে একই দিন সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটায় মারুফের পক্ষের কয়েকজন ফকরুলের বিরুদ্ধে পৌরসদরে মিছিল দেয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা প্রায় চার ঘণ্টারও বেশী সময় ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, এক আসামীর জামিন নিয়ে দুই পক্ষের বাক বিতন্ডা থেকে সন্ধ্যায় সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোাতায়েন করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host