পাথর বোঝাই নৌকা নিয়ে মারামারির ঘটনায় আটক ৪

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

পাথর বোঝাই নৌকা নিয়ে মারামারির ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক
সিলেটের সুরমা নদীতে পাথর বোঝাই নৌকা নিয়ে দুপক্ষের মারামারি সংগঠিত হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) ভোরে সিলেটের শাহপরাণ থানার পাশ্ববর্তী মুক্তিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মনির হোসেন জানান, পাথর বোঝাই নৌকা নিয়ে কে আগে যাবে তা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা মারামারিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৪ জনকে আটক করে। তিনি জানান, দুপুরে আটক ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর