ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫
ছাতক প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সালেক (২৯)। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা আড়াইটায় ছাতকের চেচান নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে সুনামগঞ্জগামী মোটর সাইকেলটি সড়কের চেচান এলাকায় পৌঁছলে বিপরিতগামী অজ্ঞাতনামা যানবাহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় মোটরসাইকেল আরোহীর। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহসহ দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host