ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটে গোয়েন্দা জালে ধরা পড়েছেন এক ভুয়া জারিকারক। তার নাম মোহাম্মদ সিদ্দিক (৪০)। তবে শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েছেন মহানগর গোয়েন্দা জালে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিলেট মহানগর পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে উপশহর এলাকা থেকে সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
তিনি সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার সিলাম হাজীপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, শাহপরান থানার শিবগঞ্জ সাদিপুর গ্রামের মৌচাক ১৪নং বাসার মো. মুজিবুর রহমানের ছেলে হাফেজ মো. ফয়ছল আহমদের কাছে নিজেকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারীকারক পরিচয় দিয়ে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন।
পরে তিনি নিলামে সিএনজিচালিত অটোরিকশা দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং ভূয়া চালান দিয়ে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।
এরপর ফয়ছল পুলিশে অভিযোগ দিয়ে সিদ্দিক কে তার কর্মস্থলে আসার আহ্বান জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং উপস্থিত গোয়েন্দারা তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা, উত্তরা ব্যাংক লিমিটেডের ৪ লাখ ৯০ হাজার টাকার একটি স্বাক্ষরিত চেক, প্রতারণার তথ্যসংবলিত একটি কার্টিজ পেপার এবং দুটি ভুয়া চালান ফরম জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি ভুয়া চালান নিজেই প্রস্তুত করেছেন বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host