ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫
পুরাতন রেইট শিডিউল বাতিল করে ৮০% রেইট শিডিউল বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে সিলেট জোন পল্লি বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যান সমিতি। বুধবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ প্রতিটি সেক্টরের মানুষের বেতন বৃদ্ধি পেলেও আমরা যারা ঠিকাদার রয়েছি তাদের রেইট বাড়ে না। অথচ প্রতিটি কাজে ঠিকাদারদের ভ্যাট-ট্যাক্স বেড়েছে। সে তুলনায় আমাদের কমিশন বাড়েনি। আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। অতীতে এবং বর্তমানে আমরা যেকোন দুর্যোগ মোকাবেলা করে বিদ্যুৎ সচল রেখেছি। ২০১৭ সালের পর একবারও আমাদের সিডিউলের রেইট বৃদ্ধি পায়নি। তাই আমাদের বেঁচে থাকার তাগিদে ৮০% রেইট সিডিউল বৃদ্ধির জন্য অনুরোধ করছি।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জোন পল্লি বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মো. মমনুর রহমান মমনুর, সহ সাধারণ সম্পাদক এম এম ইমরুল হক রতন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে জোনের সকল ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host