ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিমানবন্দর থানাধীন বড়শালা এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আল ইমরান জিসান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মো. হাসান (২৪) নামের আরও এক যুবক আহত হন।
নিহত জিসান বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর হাইস্কুল মার্কেটের বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড ভাই ভাই ড্রাই ক্লিনার্সের মালিক আবু তালেবের একমাত্র ছেলে। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায় হলেও দীর্ঘদিন ধরে তারা সপরিবারে বিশ্বনাথ পৌরসভার কারিকোনা দুর্গাপুর এলাকায় বসবাস করে আসছেন। লেখাপড়ার পাশাপাশি জিসান পিতার ব্যবসায় সহযোগিতা করতেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘জিসান ও হাসান মোটরসাইকেল নিয়ে সাদাপাথর ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়শালায় সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই জিসান মারা যান। আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host