ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
এমরান আহমদ, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখায় ছাগল শিকারের অপরাধে একটি বিশাল আকৃতির অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বোবরথলের করইছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশকর্মীরাও। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি অজগর সাপকে হত্যা করার পর সেটিকে ঘিরে স্থানীয় বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। পাশে পড়ে আছে একটি মৃত ছাগল। উপস্থিত অনেকের হাতেই লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দেখা গেছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে করইছড়া গ্রামে একের পর এক ছাগল নিখোঁজ হচ্ছিল। প্রথমে তারা চুরির সন্দেহ করলেও বৃহস্পতিবার বিকেলে একটি অজগর সাপকে একটি ছাগল গিলতে দেখে সবাই নিশ্চিত হন সাপটিই তাদের ছাগল শিকার করছে। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাপটিকে ঘিরে ফেলেন এবং একপর্যায়ে আক্রমণ চালিয়ে সাপটিকে হত্যা করেন।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি বোবরথল এলাকায় কয়েকটি ছাগল অজগর খেয়ে ফেলেছিল। এরপরই গ্রামবাসীরা একটি ছাগল খাওয়ার সময় অজগরটিকে দেখে পিটিয়ে মেরে ফেলে।
পরিবেশকর্মীরা ঘটনাটিকে বন্যপ্রাণী হত্যার উদ্বেগজনক নিদর্শন হিসেবে দেখছেন। তারা বলছেন, বন্যপ্রাণীরা পরিবেশের অংশ, তারা আমাদের শত্রু নয়। একটি ছাগল খাওয়াকে কেন্দ্র করে অজগরের মতো মূল্যবান প্রাণীকে পিটিয়ে মারা দুঃখজনক ও ন্যক্কারজনক। এটি শুধু অমানবিক নয়, আইনগতভাবেও শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনা প্রমাণ করে আমরা এখনও বন্যপ্রাণী বিষয়ে সচেতন নই। বন বিভাগের উচিত দুর্গম এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালানো, নইলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
এদিকে ঘটনার পর স্থানীয়রা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, আমরা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফোন করি। তিনি জানতে চান সাপটি বেঁচে আছে কি না। আমরা বলি যে সাপটি মেরে ফেলা হয়েছে। তখন তিনি বলেন, যেহেতু সাপটি মারা গেছে, তাই এ মুহূর্তে তাদের কিছু করণীয় নেই।
এ বিষয়ে বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা বলেন, আমরা বিষয়টি জানার পরই বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানিয়েছি। তারা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ ধরনের প্রাণী হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় মানুষের নিরাপত্তা ও সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় প্রশাসনের উদ্যোগ ও তৎপরতা আরও জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহলে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host