ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের এক ডোজ টিসিভি টিকা নিজ স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্ডেন/ এলাকার শিশু টিকা কেন্দ্রে প্রদান করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা টাইফয়েড ঠিকাদান সমন্বয় কমিটির সভা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার,পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল আহাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ,অফিসার ইনচার্জ জকিগঞ্জ থানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক, প্রাথমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত শিক্ষকগণ, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি, জকিগঞ্জ প্রেস ক্লাব প্রতিনিধি,মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন সরকারিভাবে বিনামূল্যে প্রদত্ত এই গুরুত্বপূর্ণ টিকাটি নয় মাস থেকে ১৫ বছরের সকল শিশুর প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে ।
দেশের প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। তার মধ্যে প্রায় ৮ হাজার জন মৃত্যুবরণ করে যার অধিকাংশই ১৫ বছরের কম বয়সী শিশু। ১ ডোজ টিসিবি (ঞঈঠ ) টিকা প্রদানের মাধ্যমে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা যায়।
১ আগস্ট হতে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু নিম্নোক্ত লিংকে যঃঃঢ়ং://াধীবঢ়র.মড়া.নফ এর মাধ্যমে নিজ জন্ম নিবন্ধন দ্বারা এই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host