জকিগঞ্জের সন্তান ‘বীরপ্রতীক ফজলুল হক’র নামে রাজশাহীতে গেট উদ্বোধন

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

জকিগঞ্জের সন্তান ‘বীরপ্রতীক ফজলুল হক’র নামে রাজশাহীতে গেট উদ্বোধন

জকিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়নে আজ এক অনন্য উদ্যোগের অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে “বীরপ্রতীক ফজলুল হক গেইট”—যা নামাঙ্কিত করা হয়েছে জকিগঞ্জ উপজেলার গর্ব, মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার ফজলুল হক বীরপ্রতীক-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল খাদিমান গ্রামের বাসিন্দা মরহুম সুবেদার ফজলুল হক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরে এবং যশোর অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অসামান্য সাহসিকতা, দেশপ্রেম ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে “বীরপ্রতীক” খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন সিলেট জেলার মাত্র ছয়জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার একজন এবং জকিগঞ্জ উপজেলার একমাত্র।
রাজশাহী ব্যাটালিয়নেই তাঁর বর্ণাঢ্য সামরিক জীবনের সমাপ্তি ঘটে। সেই স্মৃতিময় স্থানে তাঁর নামে গেইট নির্মাণ বিজিবির পক্ষ থেকে এক গৌরবময় শ্রদ্ধাঞ্জলি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে মাহবুবুর রহমান ডালিম। গেইটটির উদ্বোধনের মধ্য দিয়ে বিজিবি তাঁর বীরত্ব, আত্মত্যাগ ও ঐতিহাসিক অবদানকে চিরস্মরণীয় করে রাখল।
বীরপ্রতীকের ভাতিজা হাবিবুর রহমান মাসরুর জানান- “আমাদের বড় চাচা সুবেদার ফজলুল হকের পাশাপাশি তাঁর ছোট ভাই সাবেক ইউপি সদস্য গোলাম মস্তুফা মস্তু মিয়া ও আলেমেদীন মাওলানা ক্বারী সামছুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও বেসামরিক জনগণকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তাঁদের এই অবদান আমাদের পরিবারের পাশাপাশি পুরো জকিগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। ‘বীরপ্রতীক ফজলুল হক গেইট’ আমাদের অঞ্চলের ইতিহাসে এক অনুপ্রেরণামূলক অধ্যায় হয়ে থাকবে।”
সরকারি পর্যায় থেকে আরও জানানো হয়েছে, অচিরেই আরও কয়েকটি রাস্তা বীরপ্রতীক ফজলুল হকের নামে নামকরণ করার পরিকল্পনা রয়েছে। পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম সুবেদার ফজলুল হক বীরপ্রতীক ১৯৯৯ সালের ২১ ডিসেম্বর ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর