ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়া (৬০) আটক করেছে দিরাই থানা পুলিশ ।
পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাকে আটক করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বেলা ২টার দিকে দিরাই পৌরসভার আনোয়ারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিগত ২০১৭ সালে উপজেলার আলোচিত জারুলিয়া ঘোড়ামারা জলমহাল থ্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী ছিলেন আটকৃত ইয়াহিয়া চৌধুরী। বিগত দিনে এলাকায় আওয়ামীলীগের প্রভাবকাটিয়ে চাঁদাবাজি, ভূমি জালিয়াতি, জলমহাল দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আটকের বিষয়টি নিশ্চিত করেন বলেন, পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host