ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলায় রাস্তার পাশের একটি কৃষি জমি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার মাদাননগর-বড়বন্দ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম মাহমুদ আলী(৬৮)। তিনি কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ১০টার দিকে এলাকাবাসী রাস্তার পাশে কৃষি জমিতে অচেনা এক বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। লাশের পাশে একটি জোড়া সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। রাস্তার অপর পাশে পড়ে ছিল তাঁর জুতা, টর্চ লাইট ও অন্যান্য কিছু সামগ্রী। পরে জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালীসহ স্থানীয়রা বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানালে যোহরের নামাজের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দিলে নিহতের ছেলে রেহিম আলী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করেন।
রেহিম আলী জানান, তাঁর বাবা লোকজনকে ঝাড়ফুঁক ও তাবিজ দিতেন। এ সুবাদে প্রায়ই অপরিচিত লোকজন তাঁদের বাড়িতে আসতেন। শুক্রবার জুমার নামাজের পর এক অচেনা যুবক তাঁদের বাড়িতে এসে দীর্ঘক্ষণ তাঁর বাবার সঙ্গে কথা বলে সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে বের হয়ে যায়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তারা ধারণা করেছিলেন তিনি কোনো কাজেই বের হয়েছেন। শনিবার সকালে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ শনাক্ত করেন।
নিহতের গ্রামের সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দিন বলেন, মাহমুদ আলী একজন সৎ ও সহজ সরল মানুষ ছিলেন। তিনি একসময় দারিদ্র্যের মধ্যে দিন কাটালেও বর্তমানে তাঁর তিন ছেলে বিদেশে রয়েছেন। এমন রহস্যজনক মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host