শাল্লায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

শাল্লায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামথেকে থেকে শনিবার (৩ আগস্ট) রাতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামের দিক নির্দেশনায় শাল্লা থানায় কর্মরত এসআই (নিঃ) সঞ্জয় সরকার, এএসআই আখতারুজ্জামান, এএসআই আজহারুল ইসলাম ও এএসআই আবু হানিফ সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলা নং-১৫৪/১৩ এর পরোয়ানাভুক্ত আসামি মৃত মারাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া(৪০), জিআর-১২/১৮ এর পরোয়ানাভ্ক্তু আসামি মৃত রমা মিয়ার ছেলে ইউনুছ মিয়া ওরফে সংগ্রাম, জিআর-৩২/১৭(শাল্লা) এর পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুল খালেকের ছেলে মিন্টু মিয়া(৩০), খালেক মিয়ার ছেলে হাবিজুল ইসলাম(৩৫)কে থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা সকলেই শাল্লা উপজেলার নারকিলা গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর