ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটে বিচারকের স্বাক্ষর জাল করে মো. সেলিম হাসান কাওছার নামে একজনকে হত্যা মামলায় গ্রেফতার ও নির্যাতন করে কারাগারে পাঠানোর ঘটনায় র্যাব পুলিশসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাওছারের আইনজীবী আব্দুল কুদ্দুস।
গোলাপগঞ্জের রণকেলী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে মো. কাওছার হোসেন বাদী হয়ে সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন।
মামলার আবেদনে তিনি দাবি করেছেন, ১৯ জুন কাওছারকে র্যাব-৯ সিলেটের সাদা পোশাকধারী সদস্যরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। ওই গ্রেফতারি পরোয়ানায় কাওছারের নাম না থাকলেও, তাকে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় আটক করা হয়। গ্রেফতারের পর তাকে নির্যাতন করা হয় এবং পরে তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়। পরবর্তী সময়ে কাওছারকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
২০ জুন পুলিশ কাওছারকে আদালতে পাঠিয়ে কারাগারে প্রেরণ করেন। তবে কাওছারের পরিবার গ্রেফতারি পরোয়ানার কাগজপত্র পরীক্ষা করে দেখেন মামলায় কাওছারের নাম নেই। এমনকি এজাহার, এফআইআর এবং চার্জশিটেও তার নাম উল্লেখ ছিল না। ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেন। গত ৩০ জুন আদালত মামলার বিষয়টি খতিয়ে দেখে কাওছারকে জামিনে মুক্তি দেন।
জামিন পাওয়ার পর সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে মামলার দরখাস্ত করেন কাওসার। মামলায় র্যাব পুলিশের ১৮ জনসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
কাওছারের আইনজীবী আব্দুল কুদ্দুস জানিয়েছেন, আদালতে মামলার আবেদন করা হয়েছে এবং তদন্তে সমস্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ন্যায়বিচারের জন্য মামলা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে বাদীপক্ষ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host