ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি, নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন লুটপাট করা মালামাল।
পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনার পরপরই জকিগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। পরবর্তীতে ৩ ও ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মহানগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার ছোয়াবির আহমেদ ওরফে ছব্বির, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সোহেল মিয়া, বিশ্বম্ভরপুর থানার রুহুল আমিন ও সিলেট গোলাপগঞ্জ থানার সুমন মিয়া।
আটকের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, নেপালি মুদ্রা, ৩৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৭টি আইফোন, ২৬টি বাটন ফোন, ৫টি হাতঘড়ি, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, শাড়ি, ছাতা, ল্যাগেজ, ব্যাগ, খেলনা পিস্তল, লোহার সাবল, হাতুড়ি, সুইস চাকু ও স্ক্রুড্রাইভারসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে সিলেট রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরআগে এই ঘটনায় আরও দুইজন ডাকাতকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host