ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট সীমান্তে আবারও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে চলমান গোয়েন্দা তৎপরতা ও নিরবিচ্ছিন্ন অভিযানের অংশ হিসেবে ৪৮ বিজিবি’র অধীনস্থ সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপি একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে।
মঙ্গলবার (৫ আগস্ট) পরিচালিত এ অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় শাড়ী, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, বিদেশি মেডিসিন, থান কাপড় এবং শিং মাছ। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব চোরাচালানী পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লক্ষ ৫৬ হাজার ৯৫০ টাকা।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি আরও বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং আমাদের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তথ্যভিত্তিক কার্যক্রম আরও বেগবান হয়েছে। সীমান্তে প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতাও বাড়ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্তে শান্তি, নিরাপত্তা ও চোরাচালানমুক্ত পরিবেশ গঠনে বিজিবি অদম্য ভূমিকা পালন করে চলেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে জব্দকৃত মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
সীমান্তবর্তী এলাকায় ৪৮ বিজিবি’র এই সাফল্য কেবল আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকার ও সক্ষমতারই প্রমাণ। এ ধরনের সুশৃঙ্খল ও পেশাদার অভিযানে দেশবাসী বিজিবির প্রতি আস্থা রাখতেই পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host