জুলাই শহীদদের জন্য মুনশীবাজার মাদরাসায় দোয়া

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

জুলাই শহীদদের জন্য মুনশীবাজার মাদরাসায় দোয়া

জকিগঞ্জ প্রতিনিধি
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ যোহর জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার, জকিগঞ্জ, সিলেট-এর শিক্ষক মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগষ্ট বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাহসিকতার সময় ছিলো। সেই গণজাগরণে অংশগ্রহণকারী সব শ্রেণির মানুষ দেশ ও জাতির জন্য যে অবদান রেখেছেন, তা ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। এ আন্দোলনে আহত ও নিহতদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনায় দুআ করা হয়। একইসাথে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আবদুল মুসাব্বির আইয়রী, নাইবে মুহতামিম মাওলানা আবদুল হান্নান, শাইখুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন বারঠাকুরী, নাইবে শাইখুল হাদীস মাওলানা লিয়াকত আলী, শিক্ষাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ, মুহাদ্দিস মাওলানা ইউনুস খাদিমানী, প্রবীণ শিক্ষক কারী মাওলানা আবদুল জলীল, মাওলানা হাফিজ আবদুল কারীম গঙ্গারজলী প্রমূখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদীস মাওলানা আবদুল মুসাব্বির আইয়রী।
মোনাজাতে দেশের নিরাপত্তা, শান্তি, ইনসাফ এবং অশুভ শক্তির কালো থাবা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ ফরিয়াদ জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর