ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশ্বনাথ পৌর শহরে গণ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াত।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্বনাথ ডাক বাংলো ভবনের সম্মুখ থেকে গণ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে প্রবাসী চত্তরে এসে সমাবেশে মিলিত হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌরসভা জামায়াতের গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, জামায়াত মনোনীত সিলেট ০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এই জমিন আল্লাহর, এই দেশ আল্লাহর সৃষ্ঠি, তাই এখানে হুকমত চলবে আল্লাহর। জামায়াত জন্মলগ্ন থেকে এই জমিনে আল্লাহর হুকমত প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। এই দেশে লুন্টনকারী, জুলুমকারী, স্বৈরাচারী কোন সরকার আসতে দেওয়া হবে না। যুবকেরা এই দেশকে মুক্ত করেছে, আমাগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই যুবকদের নিয়ে আল্লাহর হুকমত গঠন করতে চায়। যারা সৎ তাদেরকে দিয়ে এই দেশ চলবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে এগিয়ে যাচ্ছে। এসময় দেশের আপামর বিপ্লবী মানুষের সমর্থন কামনা করেনে তিনি।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান এর য়ৌথ সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর সভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের এসিসন্টেট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, পৌর শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা জামায়াতের প্রচার মিডিয়া সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host