ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে কফিল উদ্দিন (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ অগাস্ট) সকাল ৬টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রাম এলাকার বনচির ঢালা নামক খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কফিল উদ্দিন ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
কফিল উদ্দিনের ভাই হেলিম উদ্দিন জানান, আমরা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি। মঙ্গলবারও ভোরে ঘুম থেকে উঠে কোথাও কফিল উদ্দিনকে দেখতে না পেয়ে খোঁজ করি। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী বনচির ঢালা খালের পাড়ে তাঁর জুতা দেখতে পাই। পরে, ওই খালে নেমে পানিতে ডুবন্ত অবস্থায় কফিলের লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন আমার মামাতো ভাই রাকিব আলী।
ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) নিতাই লাল রায় বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে’।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host