বড়লেখায় পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

বড়লেখায় পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার বড়লেখা থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধারসহ পরোয়ানাভুক্ত পাঁচ আসামি গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) অফিসার ইনচার্জ বড়লেখা থানা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মো. আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বালিচর গ্রামের সামছুল ইসলামের ছেলে। এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও অপর অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গজবাগ গ্রামের মৃত সামছুল হকের ছেলে ছাদ উদ্দিন ছাদু(৫৫), দক্ষিণভাগ গ্রামের আকদ্দছ আলীর ছেলে সাহেল আহমদ(২৫), দেউলগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রুয়েল আহমদ(৪০) ও তার স্ত্রী জুবেদা বেগম(৩০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সকল আসামিদের ৬ আগস্ট যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়, বড়লেখা থানা এলাকা মাদকমুক্ত করনের লক্ষ্যে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর