শাল্লায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

শাল্লায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজাপ্রাপ্ত একজন ও জিআর পরোয়ানাভুক্ত একজন জনসহ মোট দুই আসামিকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিক নির্দেশনায় ও এসআই (নিঃ) নবী হোসেন মিয়া, এএসআই আখতারুজ্জামান, এএসআই আজহারুল ইসলাম, এএসআই ফুলন চন্দ্র দেব এবং এএসআই আবু হানিফসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার নারিকেলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী লুৎফা বিবি(৪৩)
জিআর নং- ৫৪/২০ নং মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মৃত আজমান মিয়ার ছেলে আকলিম হোসেন ওরফে আকলিশ সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর