তালামীযের দোয়া মাহফিলে এস এম মনোয়ার
জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণার উৎস

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>তালামীযের দোয়া মাহফিলে এস এম মনোয়ার</span> <br/> জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণার উৎস

নিজস্ব প্রতিবেদক
‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ অভ্যুত্থানের ফলে একটি পৌত্তলিক রাষ্ট্রের প্রভূত্ব মেনে এদেশকে তাদের গোলামি ও পৌত্তলিকতার দিকে ধাবিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছিল ফ্যাসিবাদী সরকার তার অবসান হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ, জুলুম-নির্যাতন এবং বে-ইনসাফি যখন চরম পর্যায়ে পৌঁছেছিল তখন দেশের আপামর ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াসে এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। তাই এ অভ্যুত্থান ফ্যাসিজম ও ভীনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রেরণার উৎস।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মীলাদ ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ অভ্যুত্থান দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সফল হয়েছে। তালামীযে ইসলামিয়া এ আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছিল এবং সংগঠনের কর্মীরা এতে শুরু থেকে শেষ পর্যন্ত শরীক ছিল। এ আন্দোলনে যারা নিজেদের জীবন বাজি রেখেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, রক্ত ও ঘাম ঝরিয়েছে তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু স্বার্থান্বেষী নিজেদের স্বার্থসিদ্ধির লক্ষ্যে দেশের গণমানুষের অর্জনকে বিনষ্ট করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। নিরপরাধ মানুষকে হয়রানি, জুলুম, চাঁদাবাজি, দখলদারি, ইসলামবিরোধী ষড়যন্ত্রসহ নানা অরাজকতা আবার লক্ষ্য করা যাচ্ছে। যেগুলো জুলাইয়ের চেতনার পরিপন্থী। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। দেশের গণমানুষের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সুফলকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
সিলেট মহানগরীর সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমানের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।
আরও উপস্থিত ছিলেন-সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, এমসি কলেজ সভাপতি দেলোয়ার হোসেন, ২৫নং ওয়ার্ড সভাপতি এস এম আলী আহমদ, ২৩নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি বুরহান উদ্দিন, ২৫নং ওয়ার্ড সহ-সভাপতি সুহুল আমীন জুয়েল, ৭নং ওয়ার্ড সভাপতি তারেক আহমদ, ২৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আসাদ, ২৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ রাব্বানী, ২২নং ওয়ার্ড সহ সাংগঠনিক সম্পাদক মাহের আহমদ তাপাদার প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর