ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সীমান্ত নিরাপত্তা ও মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। তামাবিল স্থলবন্দরের মাধ্যমে ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ২২ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ কার্যক্রম সম্পন্ন হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে এবং ট্রাভেল পারমিটের মাধ্যমে।
শুক্রবার ৮ আগস্ট ২০২৫ বিকেল ৫টায় সিলেটের তামাবিল ইমিগ্রেশন চৌকিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যেককে নিজ নিজ অভিভাবক বা পরিবারের কাছে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা ২২ জনের মধ্যে রয়েছেন নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, যশোর, সুনামগঞ্জ, জামালপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার নারী, পুরুষ ও শিশু। তাদের বয়স ৭ থেকে ৬০ বছরের মধ্যে। আটক হওয়ার আগে তারা বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে আমরা প্রতিটি নাগরিককে নিরাপদে দেশে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব শুধু সীমান্ত রক্ষা নয়, বরং বিপদে পড়া প্রতিটি বাংলাদেশির পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের ঝুঁকি অত্যন্ত বেশি। এ ধরনের কার্যকলাপে আইনগত জটিলতা ও জীবনহানির সম্ভাবনা থাকে। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা ৪৮ বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, যাতে দেশের কোনো নাগরিক বিপদে একা না থাকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host