ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানে এবং তাহসিনা রুশদীর লুনার সমর্থনে উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে বিশ্বনাথ পুরাণবাজার রামসুন্দর স্কুল সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল হাই।
উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপির সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী কে ফিরিয়ে দেওয়ার দাবী জানান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রতিবাদী স্লোগান প্রদান করেন তারা। স্মরণকালের শ্রেষ্ঠ এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সিলেট ২ আসনে তাহসিনা রুশদী লুনাকে বিএনপির মনোনয়ন দিয়ে দলের প্রার্থী হিসেবে ঘোষনা করার দাবী জানান। এসময় লুনার পাশে থাকার স্লোগান দিয়ে বলেন, বিশ্বনাথে বিএনপির ঘাটিতে কোনো দালালের স্থান হবে না। দলের বহিস্কিৃতরা যাদের তাবেদারী করছেন তাদের প্রতিহত করা হবে।
মিছিলে অংশ নেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সহ উপজেলা ও পৌরসভা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল এবং ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host