ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
গাজীপুরের চান্দনায় প্রকাশ্যে নির্মম, নিশংসভাবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যা ও দেশ্ ব্যাপী সাংবাদিকদের নিরযাতনের প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোক ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যা মিশনের প্রকাশ্যে অংশ নেওয়া খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করে সবোর্চ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়। এসময় দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধের আহবান জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস .পি সেবু।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এ সাজু, সংগঠক এসএম রফিক আহমদ, মিডিয়া কর্মী নাজমুল হুদা মারফ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host