ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে আদালতে দায়ের করা ৫ মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক থাকা সাজা পরোয়ানা ভুক্ত পলাতক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
রবিবার (১০ আগস্ট) দিবাগত রাতে সিলেট শাহপরান থানাধিন নুরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি ইকবাল হোসেন ৫০। ওসমানীনগর উপজেলার একারাই গ্রামের আব্দুল মালিকের পুত্র।
পুলিশ ও একাধিক সুত্রে জানা যায় , আসামি ইকবাল হোসেন ব্যাংক থেকে টাকা লোন নিলে সেই লোনের কিস্তির টাকা পরিশোধ না করায় ব্যাংক কতৃপক্ষ বাদি হয়ে ইকবাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে সাজা দেয়, এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পুলিশ থাকে গ্রেফতার করে।
ওসমানীনগর থানার এস.আই শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ইকবাল হোসেনকে শাহপরান থানা নুরপুর এলাকা থেকে গ্রেফতারের পর সোমবার আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host