ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড.মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নতি ছাড়া কোন দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। জাতির আত্মিক ও মানসিক বিকাশে শক্তিশালী শিক্ষাব্যবস্থার বিকল্প নেই। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৪নং দফায় দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়টি তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, দক্ষ্য ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ৫ শতাংশ ব্যয়ের প্রতিশ্রম্নতি দিয়েছে। এতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান, গবেষণার বিষয়টিকে গুরুত্ব দেয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিএনপির ৩১ দফার বাস্তবায়ন হলে দেশে আইনের শাসনের পাশাপাশি শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে।
তিনি রোববার (১০ আগস্ট) দিনভর বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পৃথক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে স্কুলে একটি ডিপ টিউবওয়েল ও একটি ক¤িপউটার ল্যাব স্থাপনের দাবী জানানো হয়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে দাবী পূরণের আশ^াস দেন।
তিনি কাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি জুলাই-আন্দোলনে শহীদ কাকুরা গ্রামের সুহেল আহমদের বাড়িতে যান এবং শহীদের পরিবারের খোঁজ খবর নেন।
এছাড়া তিনি চারখাই ইউনিয়নের মোশাইদিয়া হাফিজিয়া মাদ্রাসায় চারখাই উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থী ব্যাংকার বদরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চারখাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তকিন আলী খান, সাধারণ সম্পাদক ইউপি সদস্য সমর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নিজাম আহমদ শিকদার, সাধারণ সম্পাদক জিলাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহাদ উদ্দিন চৌধুরী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবিদুর রহমান চৌধুরী শিপু, প্রবাসী সেলিম আহমদ চৌধুরী, হাজী আব্দুল হক, মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ আলী কামরান, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল বাসেত, শামীম আহমদ চৌধুরী, জিয়া মঞ্চের আহবায়ক জাকারিয়া আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা রুহিন আহমদ চৌধুরী, খাইরুল আহমদ খান প্রমূখ। এছাড়া পৃথক অনুষ্ঠানে চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host