টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে শান্তিগঞ্জে সভা

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে শান্তিগঞ্জে সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি
জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমúেøক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, ডব্লিই এইচ এর জেলা প্রতিনিধি ডা. তামিমা ইকবাল, ইসলামিক ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক সহ প্রমুখ। সভার শুরুতেই ডা. ইকবাল হাসান জানান, শিশুদের টাইফয়েড প্রতিরোধে সারাদেশের ন্যায় আগামী ১ সেপ্টেম্বর থেকে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিউনটির ৫৩ হাজার ১শত ৩৩ জন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে বিভিন্ন পয়েন্টে ও বাড়ি বাড়ি গিয়ে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এ টিকা প্রদানের লক্ষে শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে াধীবঢ়র.মড়া.নফ অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর