বিশ্বনাথে তরুণের আত্মহনন

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

বিশ্বনাথে তরুণের আত্মহনন

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে ইমন মিয়া (২১) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের মৃত আছকর আলীর ছেলে।

পরিবার সূত্র জানায়, ইমনদের মূল বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় হলেও বহু বছর ধরে বিশ্বনাথের সাড়ইল গ্রামে মামাবাড়িতে স্থায়ীভাবে সপরিবারে বসবাস করে আসছেন। ইমন একাই থাকতেন চাচা সম্পর্কের জনৈক চেরাগ আলীর খালি একটি ঘরে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও রাতের খাবার শেষে নিজের শোবার ঘরে ঘুমুতে যান তিনি৷ পরদিন অর্থাৎ আজ বুধবার (১৩ অগাস্ট) সকাল ১০টা বেজে চললেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক হাঁকডাক করে বড়ভাই সুমন মিয়া ঘরের ভেন্টিলেটর দিয়ে দেখতে পান ইমন গলায় কাপড় পেছিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর দিলে থানা পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর