ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে আল আমিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতঘরের পাশের বাঁশের সাঁকুর নিচে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে শিশুটির লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শিশুর মৃত্যু নিয়ে পরিবারের কোনো সন্দেহ নেই বলে জানা গেছে।
থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host