শান্তিগঞ্জে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

শান্তিগঞ্জে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি/ দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ই আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আফসার আহমাদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মুহাম্মদ নূর-নবীর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুসাদ্দিক আহমদ ও সংগীত পরিবেশনা করেন শাহ্ সুলতান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হাফিজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমীর হাফিজ আবু খালেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি সুন্নত আলী, স্কুল বিভাগের সভাপতি সাইফ আহমদ সহ উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর