ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কমিটিতে অর্ন্তভূক্ত করার প্রতিবাদে এবং ওই সমস্ত দোসরদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের কমিটিতে অর্ন্তভূক্ত করার দাবিতে বঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টার সময় ফতেপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী,সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল ও বিএনপি নেতা আব্দুর রহমান। এছাড়া ও ফতেপুর ইউনিয়নের পদ বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ আজ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে নতুন কমিটিতে স্থান না দিয়ে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এখন বিএনপির সুদিনে পদ-পদবীধারী। অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের কমিটিতে স্থান দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host