ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাড়ে ৩টায় উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক মনি রানী বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করে জানতে পারি, শিশু মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে।
অভিযুক্ত ওই কিশোর উপজেলার তাড়ল ইউনিয়নের ধনপুর কারারপাড় গ্রামের আব্দুল মোতালিব (মেতু) মিয়ার ছেলে এমরান মিয়া(১৫) ভিক্টিমের চাচি জানান, ছেলেটির ৫ বছরের ভাগ্নীর সাথে সে প্রতিদিনের মতো খেলা করতে যায়। ফাঁকা ঘর পেয়ে ছেলেটি শিশু মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি এসে কান্না করে সব খুলে বললে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ পাঠিয়েছেন। এখন সুনামগঞ্জ থেকে শিশুটিকে সিলেটে নেয়া হচ্ছে। তিনি আরও বলেন এমরান মিয়া তার বোনের বাড়ি বেড়াতে আসছিল।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেস গিয়ে জানতে পারি, মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host