তাহিরপুরের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

তাহিরপুরের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মৃত মোঃ নবী হোসেনের পুত্র।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যারপর বালিজুড়ী বাজার থেকে তাঁকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর