ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তে কানাইঘাট সড়কের জরুরি সংস্কারের দাবিতে স্থানীয় জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় দরবস্ত ত্রিমুখী পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম আলী। জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও এম আর রাহিন যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন।
প্রধান অতিথি জয়নাল আবেদিন বলেন, এ সড়কটি কানাইঘাট ও জৈন্তাপুরের হাজারো মানুষের দৈনন্দিন চলাচলের প্রধান ভরসা। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার কারণে এটি এখন প্রায় অচল অবস্থায় পৌঁছেছে। এর ফলে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণ—সব ক্ষেত্রেই মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে। তিনি আশ্বাস দেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্রাধিকারভিত্তিতে তুলে ধরা হবে এবং জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি পাশে থাকবেন।
প্রধান বক্তার বক্তব্যে ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, বহুদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়, যা জনজীবনে দুর্ভোগের মাত্রা চরমে নিয়ে গেছে। তিনি দ্রুত সংস্কারের দাবি জানান এবং তা বাস্তবায়িত না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, সাবেক ইউপি সদস্য মঈনুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আব্দুর রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুবদল নেতা নুরুল হক ও শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, মাওলানা কামাল উদ্দিন এবং রিয়াজ উদ্দিনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, কানাইঘাট সড়কের বেহাল দশা দীর্ঘদিনের সমস্যা। অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে জনস্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host