বিশ্বনাথে জামায়াতের জনশক্তি সমাবেশ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

বিশ্বনাথে জামায়াতের জনশক্তি সমাবেশ

আলতাব হোসেন, বিশ্বনাথ
বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা পরে বৃহত্তর আমতৈল গ্রামের নুরজাহান কমিউনিটি সেন্টারে জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোজাহিদ আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রামপশা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মনোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোজাহিদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য সিলেট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। অধ্যাপক আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন, জন্মলগ্ন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। এই জমিন যার – হুকমত চলবে তাঁর। দল আমাকে আপনাদের সেবা করার লক্ষে পাঠিয়েছে। সেই লক্ষ্য পূরণে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ – আমি সবসময়ই আপনাদের আশা আকাঙ্খা পূরণে পাশে থাকব। আমাকে আপনাদের পাশে পাবেন। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমবণ্টনের এবং জন আকাঙ্খার উন্নয়ন বাস্তবায়ন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম। বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সূরা সদস্য হাফিজ মোহাম্মদ আলী, রামপাশা ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল কাইয়ুম, জামাত নেতা আক্কল আলী, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার আছাব উদ্দিন, সেক্রেটারি তাজুল ইসলাম।
জনশক্তি সমাবেশে ইউনিয়ন, উপজেলা ও স্থানীয় ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর