ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বসবাসরত জকিগঞ্জের নাগরিকদের সংগঠন জকিগঞ্জ ঐক্য পরিষদের উদ্যোগে কোরআনে হাফেজ ও ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় স্র্যাক টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জকিগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ, জকিগঞ্জ ঐক্য পরিষদের অন্যতম উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি, জকিগঞ্জ ঐক্য পরিষদ এর উপদেষ্টা মাওলানা হাবিব আহমদ শিহাব, জাতীয় এনজিও সংস্থা স্রাক এর নির্বাহী পরিচালক জকিগঞ্জ ঐক্য পরিষদ এর উপদেষ্টা কয়েছ আহমদ তালুকদার, জামেয়া দারুল হুদা সিলেট এর প্রতিষ্ঠাতা মুহতামিম জকিগঞ্জ ঐক্য পরিষদ এর উপদেষ্টা মুফতী মাওলানা মুজিবুর রহমান, জকিগঞ্জ ঐক্য পরিষদ এর সম্মানিত উপদেষ্টা সুয়েব আহমদ লস্কর, দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরে মাওলা, হাকিম দিনা আক্তার, মাস্টার আব্দুল ওয়াদুদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুমেল, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সদস্য আহমদ আল ফয়সাল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, ফখরুল ইসলাম নান্নু মিয়া, আবুল হোসেন কামরান, আলহাজ্ব কাজী মাহতাব আহমদ, শিব্বির আহমদ, সোহেল তালুকদার, জামাল উদ্দিন চৌধুরী, কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুল আহাদ বাবর, কাওসার আহমদ, বাইস হাসান খান, সহ-সাধারণ সম্পাদক সামাদ আজাদ, রাসেল আহমদ, মাওলানা আবু হানিফ সাদী, সাংগঠনিক সম্পাদক জামিউল আম্বিয়া রশিদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদির জুনায়েদ সহ- সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া উল কারিম, পাটাগার সম্পাদক হাফিজ দেলওয়ার হুসেন মঞ্জু, ক্রীড়া সম্পাদক আদনান আহমদ।
অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র গঠন, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান এবং জকিগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ আজাদ, আব্দুল মুকিত, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাসুদ রশিদ, তারেকুজ্জামান, নুরুল ইসলাম নুরু, হাফিজ আবুল হাসান, নিজাম উদ্দিন, মাসুদ আহমদ, জাফর ইকবাল, আল-আমিন, রিপন আহমেদ চৌধুরী, কৃপন কর প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host